আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০১/২০২২ : দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো বাদ যাওয়া এবং নেতাজির জন্মদিবসকে দেশপ্রেম দিবস। হিসেবে ঘোষণা করার দাবীতে আজ DYFI বড়সড় মিছিল বের করল কলকাতার রাজপথে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে প্যারেড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ও নেতাজীর জন্মদিবসকে অর্থাৎ ২৩শে জানুয়ারি দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করার দাবিতে DYFI রাজ্য কমিটির আহ্বানে আজ সকালে নেতাজি ট্যাবলো প্রচার ও প্রতিবাদী বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। এই ট্যাবলো প্রচার ও প্রতিবাদী বাইক মিছিল শুরু হয় নেতাজি বাস ভবন থেকে ও শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে। প্রতিবাদী বাইক মিছিল নেতাজি বাস ভবন থেকে শুরু হয়ে রবীন্দ্রসদন হয়ে, মৌলালি, শিয়ালদহ, রাজাবাজার হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয়।
এই ট্যাবলো প্রচার ও প্রতিবাদী মিছিল শুরু হওয়ার আগে নেতাজি'র বাস ভবনের সামনে থাকা নেতাজি'র মূর্তি'তে মাল্যদান করেন DYFI রাজ্য নেতৃত্ব। আজকের এই কর্মসূচিতে DYFI-এর কর্মীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত। এক হাজারেও বেশি DYFI কর্মীরা আজকের এই উক্ত কর্মসূচি'তে অংশগ্রহণ করেছিলেন। ঐ কর্মসূচি'তে উপস্থিত ছিলেন DYFI কেন্দ্রীয় কমিটির সদস্য তথা DYFI রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হিমাঙ্গরাজ ভট্টাচার্য্য। DYFI কেন্দ্রীয় কমিটির সদস্যা তথা DYFI রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জী। DYFI রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ রাজ্য ও বিভিন্ন জেলার একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
রিপোর্ট : তন্ময় ভৌমিক