আজ খবর (বাংলা), ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 17/01/2022 : আজ এক হাজার সমর্থক নিয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রবীন ভট্টাচার্য।
পেশায় আইনজীবী রবীন ভট্টাচার্য এক সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপি শিবিরে। তিনি এতদিন বিজেপি দলের ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি ছিলেন। তিনি ব্যারাকপুর বার এসোসিয়েশন এর সম্পাদকও ছিলেন।
আজ রবীনবাবু সদলবলে যোগ দিলেন ঘাস ফুল শিবিরে। তাঁর সঙ্গে তৃণমূলে ফিরে এলেন প্রায় হাজার খানেক কর্মী। আজ দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস, প্রশান্ত চৌধুরী, সুবোধ অধিকারী প্রমুখ।