টু পিস বিকিনিতে জাহ্নবী, শুভেচ্ছা ফ্যানেদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


টু পিস বিকিনিতে জাহ্নবী, শুভেচ্ছা ফ্যানেদের

Share This

টু পিস বিকিনিতে জাহ্নবী, শুভেচ্ছা ফ্যানেদের


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 19/01/2022 : টু পিস সুইমিং স্যুইটে নিজের ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর পোস্ট দেখে অনুগামীদের শুভেছাবার্তার বন্যা দেখা দিল সোশ্যাল মিডিয়ায়।

বেশ কিছুদিন পর ইন্সট্রাগ্রামে নিজের কিছু ছবি পোস্ট করেছেন শ্রীদেবী তনয়া অভিনেত্রী জাহ্নবী কাপুর। উইকএন্ড শীর্ষক ঐ ছবিগুলিতে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলে নীলচে সবুজ জলে জলকেলি করছেন জাহ্নবী। তাঁর পরনে রয়েছে হলুদ রঙের প্রিন্টেড টু পিস বিকিনি। মুখে তাঁর মোহময়ী হাসির ইঙ্গিত।


কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাহ্নবী ও তাঁর এবং খুশী কাপুর। 3রা জানুয়ারি দুই বোনেরই একসাথে ধরা পড়েছিল করোনা। তারপর বেশ কিছুদিন হোম আইসলেশনে থাকতে হয়েছিল দুজনকেই। এখন অবশ্য সেই সব দিন অতীত। দুজনেই সুস্থ এবং বেশ মজা করে দিন কাটাচ্ছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages