আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 19/01/2022 : ভোটের প্রচার করতে বের হয়ে প্রার্থী নেমে পড়লেন বাড়ি স্যানিটাইজ করার কাজে।
শিলিগুড়ির ৩৯ নং ওয়ার্ডের সিপিএম পার্থী নকুল চন্দ সরকার সকাল সকাল ভোট প্রচারে বের হয়ে পড়েন। ভোট প্রচার করতে করতে আমতলাতে একটি বাড়িতে করোনা সংক্রমণের খবর পান তিনি। এই খবর পেয়েই ভোট প্রচার বন্ধ করে দেন তিনি।
ভোটের প্রচার কাজ বন্ধ করার সঙ্গে সঙ্গে রেড ভলেন্টিয়ারদের নিয়ে চলে যান সেই বাড়িতিকে সেনিটাইজ করতে। নকুল বাবু জানান, "আমরা করোনা কালের প্রথম থেকেই মানুষের পাশে ছিলাম। এখনো আছি এবং আগামী দিনেও থাকবো।
আমাদের রেড ভলেন্টিয়াররা সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে। কখনো খাদ্য সামগ্রিক তুলে দেওয়া, কখনো অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া, আর পাড়া এলাকায় সেনিটাইজ করা এই কাজগুলো ওরা করেই চলেছে।