১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপির

Share This

১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপির


আজ খবর (বাংলা), লাদাখ, ভারত, ২৬/০১/২০২২ : বরফের উপত্যকায় কনকনে ঠাণ্ডায় প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় দেশের ৭৩তম  প্রজাতন্ত্র দিবস পালন করলেন ইন্দো-টিবেট বর্ডার পুলিশের (ITBP) জওয়ানরা।


লাদাখ উপত্যকায় যতদূর চোখ যায় ততদূর শুধু বরফ আর বরফ।  তার সাথে হাড় হিঁম করা ঝোড়ো বাতাস বয়ে চলেছে সর্বক্ষণ। সাদা কালো জীবন যাত্রায় অভ্যস্ত থাকতে হয় এই ভয়ঙ্কর নির্জীব উপত্যকায়। তার মাঝখানেই পতপত করে উড়ছে বিশালাকার তিরঙ্গা, ভারতের জাতীয় পতাকা। আইটিবিপির জওয়ানরা মুহুর্মুহু গর্জে উঠছেন 'ভারত মাতা কি জয়' আর 'বন্দে মাতরম' ধ্বনি দিয়ে। তাঁদের সেই গর্জন তুষার উপত্যাকার প্রতিটা পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসছে। সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর আবহ গড়ে উঠল লাদাখের পার্বত্য অঞ্চলে। 


প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রজাতন্ত্র দিবস পালনের মাধ্যমে গোটা দেশকে ঐক্য, সম্প্রীতি ও সৌভাতৃত্বের বার্তা দিলেন আইটিবিপি জওয়ানরা। আর সেই দৃশ্য দেখে মুগ্ধ হল গোটা দেশ। তবে শুধু লাদাখেই নয়, হিমাচল প্রদেশে ১৬,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করেও প্রজাতন্ত্র দিবস পালন করেছেন আইটিবিপি জওয়ানরা। উত্তরাখন্ডেও হিমাঙ্কের অনেক নিচে রয়েছে তাপমাত্রা, সেখানেও তাঁরা পালন করেছেন প্রজাতন্ত্র দিবস। গেয়েছেন জাতীয় সঙ্গীত। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages