আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/01/2022 : পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রুখতে বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল কলেজগুলি। বিভিন্ন মহল থেকে সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে স্কুল কলেজগুলি খুলে দেওয়া হয়। কিন্তু স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী, 'পাড়ায় শিক্ষালয়'-প্রকল্পের সূচনায় বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চালু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'। ৭ ফ্রেব্রুয়ারি থেকে পাড়ায় এই প্রকল্প শুরু হচ্ছে। করোনাকালে দীর্ঘদিন বন্ধ স্কুল। এই পরিস্থিতিতে সবার পক্ষে অনলাইন ক্লাস করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার 'পাড়ায় শিক্ষালয়'। ৭ ফ্রেব্রুয়ারি থেকে এই প্রকল্প শুরু হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এই প্রকল্প চলবে। সোমবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী।
'পাড়ায় শিক্ষালয়' প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, "স্কুলের সময়সূচি মেনেই এখানে পঠনপাঠন হবে। দু'লক্ষ শিক্ষক-শিক্ষিকা, 12হাজার প্রধান শিক্ষককে এই প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 50,159টি প্রাথমিক বিদ্যালয় ও 15,599টি শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় দু লক্ষ শিক্ষক শিক্ষিকা এই উদ্যোগে সামিল হবেন। 60,52,682 পড়ুয়া শিক্ষা লাভ করবে।" বেসরকারি বিভিন্ন স্কুল চাইলে এতে সামিল হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী৷
ব্রাত্য বসু বলেন, "ধাপে ধাপে স্কুল খোলা হবে৷ এ বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে। তবে, তার আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে। প্রতিটি পড়ুয়ার সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুল খুলতে চায় শিক্ষা দফতর৷ কবে স্কুল খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি নিজেই এ বিষয়ে ঘোষণা করবেন।"