আজ খবর (বাংলা), গ্যাংটক, সিকিম, 05/01/2022 : ভোর রাতে হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের বিস্তীর্ন এলাকা।
পশ্চিমবঙ্গে করোনা বৃদ্ধির ফলে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন। তার জেরে ব্যাপকভাবে ব্যহত হয়েছে পাশের রাজ্য সিকিমের পর্যটনও। বড়সড় আর্থিক ধাক্কা খাচ্ছে সিকিমের পর্যটন। তার মধ্যেই এবার ভূমিকম্পের ধাক্কার মুখেও পড়তে হল সিকিমকে।
ভোর রাত্রি 3 টে 1 মিনিটে সিকিমের বিস্তীর্ন অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। রিখটার স্কেলে ভুকম্পনের মাত্রা ছিল 3.7;
সিকিমের ভূমিকম্পের উৎস্যকেন্দ্র ছিল রাবাংলা থেকে 9 কিলোমিটার উত্তর দিকে। মাটি থেকে 5 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সিকিম থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায় নি।
Loading...