গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়

Share This

গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়

 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০১/২০২২ : গুরুতর অসুস্থ বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ডে। 

আজ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিশিষ্ট বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গেই ফোন করে কথা বলেন সন্ধ্যাদেবীর কন্যার সাথে।  শিল্পীকে দ্রুত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।  গোটা বিষয়টি মনিটর করেন মুখ্যমন্ত্রী নিজেই। 

এসএসকেএম হাসপাতালে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্যে একটি মেডিকেল বোর্ড তৈরি করে নেওয়া হয়।  এই মেডিকেল বোর্ডের তত্বাবধানেই আছেন সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সন্ধ্যাদেবীর জ্বর রয়েছে। তাঁর ফুসফুসে সংক্ৰমন রয়েছে। বর্তমানে তিনি ঘোরের মধ্যে থাকলেও তিনি সজাগ রয়েছেন এবং সাড়া দিচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তিনি কিছুটা স্থিতিশীল আছেন। তবে বুধবার রাত্রি থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

এসএসকেএম হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সন্ধ্যাদেবী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর করোনা ধরা পড়েছে। তাঁর হার্টের অসুখও রয়েছে। তাঁর পরিবার তাঁকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করতে চেয়েছিল। কিন্তু শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে হৃদরোগ চিকিৎসার পরিকাঠামো ততটা ভাল নয়; তাই এসএসকেএম হাসপাতালে ভতি করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনাই করছি।" আজ হাসপাতালে সন্ধ্যাদেবীকে দেখতে গিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রও। 

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার এই প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পীকে গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন পদ্মশ্রী সন্মান দেওয়ার প্ৰস্তাৱ দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র সরকারের সেই প্ৰস্তাৱ সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages