আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ৩১/০১/২০২২ : ১৫ তম 'বিগ বস' বিজেতা তেজস্বিনী প্রকাশকে এবার দেখতে পাওয়া যাবে কালার্সের 'নাগিন ৬' ধারাবাহিকে। দর্শকের সামনে নতুন নাগিন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তেজস্বিনী।
কালার্সের ফ্যান্টাসি ফিকশন 'নাগিন' ধারাবাহিকটি যথেষ্ট জনপ্রিয়। নাগিনের শেষ পর্ব সমাপ্ত হওয়ার পর থেকেই গোটা দেশ থেকেই নাগিন ভক্তেরা একাগ্রভাবে অপেক্ষা করছিলেন নতুন নাগিনকে দেখার জন্যে। সেই অপেক্ষায় এবার শেষ হল।কালার্সে খুব শীঘ্রই শুরু হতে চলেছে 'নাগিন ৬'। নাগিনে তেজস্বিনী পাশে পাচ্ছেন সিম্বা নাগপালকে, যিনি তেজস্বিনীর সাথে বিগ বসেও অংশগ্রহণ করেছিলেন।
বিগ বসের গ্র্যান্ড ফাইনালের দিন হোস্ট সলমন খান ঘোষণা করে দিয়েছিলেন বিগ বস বিজেতা তেজস্বিনীকে এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে। কালার্সের নাগিন ৬এ তেজস্বিনীই হবেন নতুন নাগিন। তখন থেকেই দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়ে গিয়েছিল তেজস্বিনীকে নিয়ে। এবারের পর্বে তেজস্বিনীর সাথেই ঐ ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে সুধা চন্দ্রন, উর্বশী ঢোলকিয়া, মাহেক চাহলদের। এবার চোখ থাকবে কালার্সের নাগিন ৬এর দিকে। তেজস্বিনী প্রকাশ কি হয়ে উঠতে পারবেন সর্বশ্রেষ্ঠ নাগিন !