সুপার সনিক ব্রম্ভজ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুপার সনিক ব্রম্ভজ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

Share This

সুপার সনিক ব্রম্ভজ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 20/01/2022 : ফের একবার অত্যাধুনিক ব্রম্ভজ মিসাইলের সফল উত্ক্ষেপণ করল ভারত। 

প্রতিরক্ষা গবেষণায় ফের বড়সড় সাফল্য পেল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। নতুন প্রযুক্তির BrahMos supersonic cruise missile সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল আজ  বৃহস্পতিবার।


ওড়িশার বালাসোর উপকূলে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয় এদিন। টুইট করে ডিআরডিও জানায়   সম্পূর্ণ নতুন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে। 

ভারতের DRDO ও রাশিয়ার NPOM এর যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছে BrahMos supersonic cruise missile  । প্রয়োজনে স্থল, জল ও আকাশ তিন স্থান থেকেই ক্ষেপনাস্ত্রটিকে ব্যবহার করা সম্ভব হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages