রাজপথে নেমে হাজারো মানুষকে মাস্ক পড়ালেন তৃণমূল কর্মীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজপথে নেমে হাজারো মানুষকে মাস্ক পড়ালেন তৃণমূল কর্মীরা

Share This

রাজপথে নেমে হাজারো মানুষকে মাস্ক পড়ালেন তৃণমূল কর্মীরা


আজ খবর (বাংলা), ডায়মন্ড হারবার, দক্ষিন 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 12/01/2022 : ডায়মন্ড হারবারের ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, কোভিড সংক্রমণ রুখতে স্যানিটাইজার বিতরণ এর মাধ্যমে রাস্তায় নেমে মাস্ক পরিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হল।

করোনা সংক্রমণ আটকাতে ও মানুষকে সচেতন করতে আজ রাস্তায় নেমে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলেন পুলিশ কর্মী থেকে শুরু করে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন সরিষা হাটে এবং ১১৭নম্বর জাতীয় সড়ক রাস্তার উপরে প্রায় কয়েক হাজার গাড়ি চালক ও পথ চলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করে সচেতনতামূলক বার্তা দিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীরা । 

উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, ব্লক ২ সভাপতি অরুময় গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা, আইসি গৌতম মিত্র, ব্লক ২ যুব নেতা মাহবুব রহমান গায়েন, কিষান সেলের সভাপতি নীতিশ মোদক মইদুল ইসলাম,রফিক মোল্লা সহ আরও অনেকে I

যুব নেতা শামীম আহমেদ মোল্লা জানান, "সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে এদিন সরিষা হাটে এবং রাস্তায় পথ চলতি কয়েক হাজার মানুষদের  মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয় এবং তাঁদেরকে সচেতন করা হয় যে মাস্কবিহীন অবস্থায় কোনো যাত্রীকে তাঁরা গাড়িতে তুলতে পারবেন না।" তিনি আরও জানান, "করোনার তৃতীয় ঢেউ চলছে। মানুষ সর্তক না হলে সারা বিশ্ব জুড়ে আবার মহামারী আকার ধারন করবে। তাই করোনাকে হারানোর একটাই উপায় আছে, আর সেটা হল মাস্ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি।"

রিপোর্ট : নাজির সেখ, ডায়মন্ড হারবার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages