সকাল হতেই ইডির তল্লাশি কলকাতার বিভিন্ন জায়গায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সকাল হতেই ইডির তল্লাশি কলকাতার বিভিন্ন জায়গায়

Share This

সকাল হতেই ইডির তল্লাশি কলকাতার বিভিন্ন জায়গায়


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০১/২০২২ : ফের তৎপর হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সাত সকাল থেকেই কলকাতায় ইডি অফিসারদের তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছিল। কলকাতার বিভিন্ন ঠিকানায় আজ রীতিমত ছাপা মারেন ইডির আধিকারিকরা। 

আজ সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ৪০ জন ইডি  অফিসার কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করেছিল। শহর জুড়ে বিভিন্ন ঠিকানার বেশ কিছু অফিসে হানা দেন ইডির গোয়েন্দারা। ইডির একটি দল প্রথমেই কনকাস্ট  স্টিল কোম্পানীর অফিসে যান. একই সময়ে ওই সংস্থার ডিরেক্টর সঞ্জয় সুরেখার বাড়িতেও যান ইডি অফিসারেরা। পাশাপাশি হানা দেওয়া হয় আরও ৫টি জায়গায়। ব্যাপকভাবে তল্লাশি চালানো হয় এই জায়গাগুলিতে। 

সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ইডির হাতে. ইডির সন্দেহ পাচারের টাকা ঘুরপথে ঢুকেছে ওই ব্যবসায়ীর একাউন্টে। সম্প্রতি পাচারকাণ্ডে অন্যান্য ধৃতদের জেরা করেও নাকি ওই ব্যবসায়ীর নাম পেয়েছে ইডি।  তাই আজ সকাল হতে না হতেই জোরদার তল্লাশি অভিযান শুরু করেছিলেন ইডি  আধিকারিকরা।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages