আজ খবর (বাংলা), করণদিঘি , উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ২৭/০১/২০২২ : উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক গোবিন্দপুর গ্রামে এক নাবালক নিরুদ্দেশ ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নাবালক ঐ ছেলেটি দাদুর বাড়িতে বেড়াতে এসে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ গোলাম সর্বর |
যেটা জানা যাচ্ছে, গোলাম সর্বর নামে একটি নাবালক ছেলে তার মায়ের সাথে কামার তোর গ্রাম থেকে তার দাদুর বাড়ি গোবিন্দপুরে বেড়াতে এসেছিল। সারাদিন থাকার পর সন্ধ্যেবেলায় দাদুর বাড়িতেই সে পড়তে বসে। কিছুক্ষণ পর ছেলেটির দাদু বাড়িতে ফিরে নাতি গোলামকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে শুরু করেন। এরপর তিনি অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতেও ফোন করে খবর নেন কিন্তু গোলামের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়. গত ২৫ তারিখ থেকে নিখোঁজ হয়ে রয়েছে ঐ নাবালক। আজ তিনদিন হয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায় নি তার।
নাবালক ঐ বালকের বাবা এরশাদ আলী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁকেও খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। যদিও এখনও পর্যন্ত সেভাবে কোনো সূত্র পায় নি পুলিশ। পরিবারের লোকজন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ফোন করে সমস্ত ঘটনাটি খুলে বলেন। নিখোঁজ ঐ নাবালককে খুঁজে পাওয়ার জন্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্বারস্থ হয়েও সাহায্য চেয়েছে ঐ পরিবার।