আজ খবর (বাংলা), কলকাতা ও পানাজি, পশ্চিমবঙ্গ ও গোয়া, 22/01/2022 : গোয়ায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হেভিওয়েটদের প্রচারে পাঠাচ্ছে অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেস। কারা গোয়ায় প্রচার করবেন তার একটা তালিকা আজ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
ঐ তালিকায় নাম রয়েছে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ যশোবন্ত সিনহা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, প্রাক্তন সাংসদ পবন কুমার ভার্মা, বিধায়ক ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল এলেমাও, প্রাক্তন বিধায়ক কিরণ মোহন কন্ডোলকর, সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাংসদ জহর সরকার, পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস ভুঁইয়া।
তৃণমূলের ঐ তালিকায় আছেন সাংসদ প্রসূন ব্যানার্জি, মনোজ তেওয়ারি, বাবুল সুপ্রীয়, অশোক তানওয়ার, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তী, সায়নী ঘোষ, রাজেন্দ্র কাকোদকর।
তৃণমূলের স্টার ক্যাম্পেনার তালিকায় রয়েছেন নাফিসা আলি সোধি, লিয়েন্ডার পেজ সহ আরও 10 জনের নাম। মোট 30 জনের নাম রয়েছে তৃণমূলের ঐ তালিকায়।