ডিজে ও গান বাজানো নিয়ে ফতোয়া কাশ্মীরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ডিজে ও গান বাজানো নিয়ে ফতোয়া কাশ্মীরে

Share This

ডিজে ও গান বাজানো নিয়ে ফতোয়া কাশ্মীরে


আজ খবর (বাংলা), মেন্ধার, জম্মু ও কাশ্মীর, ভারত, 08/01/2022 : ডিজে এবং ড্রাম  বাদকদের জন্যে নতুন ফতোয়া জারি করলেন জম্মু ও কাশ্মীরের মেন্ধার তহশীলের মৌলবীরা। এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ফতোয়ায় বলা হযেছে, কেউ কোনো অনুষ্ঠানে বা পরবে ডিজে বা মিউজিক বাজাবেন না। যদি কেউ বাজান, তাহলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে। তার বাড়িতে কোনো অনুষ্ঠানে কোনো মৌলবী আর যাবেন না। 

এছাড়াও যারা ঘাস কাটার কাজ করে, বন্য জন্তু তাড়ানোর জন্যে তারাও আর ড্রাম বাজাবে না। এই ফতোয়ার অন্যথা করলে শুক্রবার মসজিদে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জরিমানা দিতে হবে। সব মৌলবীদের এই ফতোয়া কার্যকর করতে বলা হয়েছে। 

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের মেন্ধার তহশীলের সাগরা গ্রামের জাম্মা মসজিদে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages