আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 10/01/2022 : পক্ষাঘাতগ্রস্ত অসহায় ছেলেকে পিটিয়ে মারল তার বাবা। ঘটনাটি ঘটেছে দিল্লীর ভারত নগর এলাকায়।
গতকাল দুপুর দেড়টা নাগাদ দিল্লী পুলিশের কাছে খবর আসে পরমজিৎ নামের একটি ছেলেকে অচেতন অবস্থায় ভর্তি করানোর জন্যে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে পরমজিতের মৃতদেহ অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্যে। ছেলেটির বোন রেখা পুলিশকে জানিয়েছে, 'সে তার ভাইয়ের বাড়িতে এসে দেখে তার ভাই গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। তার ভাই তাকে বলেছে তাদের বাবা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরমজিৎকে বেধড়ক মারধর করেছে। পরমজিৎ গত 14 বছর ধরে পক্ষাঘাত্গ্রস্ত এবং শয্যাশায়ী।
মদ্যপ বাবার বেধড়ক মার সে আর সহ্য করতে পারে নি।
পুলিশ পরমজিৎ এর বাবা আজমেঢ় সিংকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে দিল্লী পুলিশ।