বুদ্ধদেব ভট্টাচার্য পেতে চলেছেন পদ্মভূষণ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বুদ্ধদেব ভট্টাচার্য পেতে চলেছেন পদ্মভূষণ

Share This

বুদ্ধদেব ভট্টাচার্য পেতে চলেছেন পদ্মভূষণ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/01/2022 : আগামীকাল দেশের প্রজাতন্ত্র দিবস। তার আগে আজ পদ্ম সন্মানের তালিকা প্রকাশ করল কেন্দ্র সরকার। সেই তালিকা অনুযায়ী পদ্মভূষণ সন্মান পেতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 

যেটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার প্রস্তাব দিতে চায় কেন্দ্র সরকার। তবে সিপিআইএম সুত্রে জানা যাচ্ছে তিনি কেন্দ্রের এই পদ্ম সন্মান গ্রহণ নাও করতে পারেন। যদিও পার্টি এখনও এই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায় নি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জ্যোতি বসুও কেন্দ্রে দেওয়া ভারতরত্ন গ্রহণ করেন নি।

বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সন্মান দেওয়া হচ্ছে তাঁর সামাজিক অবদানের জন্যে। 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তবে সম্ভবত বুদ্ধবাবু পদ্ম সন্মান গ্রহণ করবেন না।  তাঁর দলের সুত্রে যেটা জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের তরফে বুদ্ধবাবু বা তাঁর পরিবারের সাথে এই ব্যাপারে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেন নি। পাশাপাশি এও জানা যাচ্ছে যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কেও পদ্ম সন্মান দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং বুদ্ধবাবুর মত সম্ভবত তিনিও কেন্দ্রের দেওয়া এই পদ্ম সন্মান গ্রহণ করবেন না।

এবার মরণোত্তর পদ্মবিভুষণ পেতে চলেছেন দেশের সর্ব প্রথম চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এছাড়াও আগামীকাল রাষ্ট্রপতি মোট 384টি সেনা পদক প্রদান করবেন। যার মধ্যে রয়েছে 12টি শৌর্য্য চক্র, 3টি বিশেষ সেনা পদক, 81টি সেনা মেডেল ও 2টি বায়ু সেনা মেডেল। আগামীকাল সমগ্র ভারতবাসী 73 তম প্রজাতন্ত্র দিবস পালন করবে সমারোহের সাথে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages