আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/12/2022 : কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রশাসনের কপালে রীতিমত ভাঁজ ফেলতে শুরু করেছে।
বিসিসিআই প্রেসিডেনট সৌরভ গাঙ্গুলী করোনা আক্রান্ত হয়ে দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও 14 দিনের হোম আইসোলেসন দিয়ে তাঁকে গতকালই হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। তবে আজ জানা গিয়েছে সৌরভের ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা হয়েছে। সেভাবেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে আজ রাজ্যের ক্রীড়া ও যূব কল্যান দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। অরূপবাবুর চিকিৎসা শুরু হয়েছে।
কোভিড রিপোর্ট পজিটিভ হয়েছে প্রখ্যাত চিত্র পরিচালক শ্রীজিত মুখার্জিরও। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে আইসোলেশনে পাঠিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে।