মিরাম তারন |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী ও ইটানগর, ভারত, 23/01/2022 : অরুণাচলের কিশোর মিরাম তারনকে চীনা সেনার হাত থেকে উদ্ধার করে নিয়ে আসুক ভারত সরকার, আজ এই দাবী করে কেন্দ্র সরকারের ওপর তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কিছুদি আগে অরুণাচল প্রদেশের শিয়াং জেলা থেকে উধাও হয়ে যায় 17 বছরের মিরাম তারন। আই জায়গাটি হল অরুণাচল প্রদেশের আপার শিয়াং জেলার জিরো নামের একটি এলাকা, যা ভারত ও চীনের আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত। ঐ অঞ্চলের গ্রামবাসীরা মিরাম তারনের উধাও হয়ে যাওয়ার পরেই অভিযোগ করে চীনের লাল ফৌজ ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসে মিরামকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এর্পরেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে হটলাইনে চীনা ফৌজের সাথে যোগাযোগ করা হলে তারা প্রথমে বিষয়টি অস্বীকার করেছিল।
অরুণাচল পূর্ব কেন্দ্রের সাংসদ টাপির গাও বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে ট্যাগ করে লেখেন, 18ই জানুয়ারি চীনা সেনারা মিরাম তারনকে লুঙটা জোর এলাকা থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই জায়গাটায় সাংপো নদী ভারতে প্রবেশ করছে। (এখানেই 2018 সালে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের ওপরেই 3-4 কিলোমিটার রাস্তা বানিয়ে নিয়েছিল)। নির্দোষ ঐ কিশোরকে নিয়ম মেনেই অবিলম্বে ফেরত দিক চীনা সেনারা।
এই ব্যাপারে আজ সেনাবাহিনীর তরফ থেকে তেজ্পুরের জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে বলেছিলেন 'চীনা সেনার তরফ থেকে ভারতীয় সেনার সাথে যোগাযোগ করে বলা হয়েছে যে ঐ কিশোরকে তারা খূঁজে পেয়েছে। সমস্ত প্রটোকল মেনে আই কিশোরকে হস্তান্তর করার প্রক্রিয়া চালানো হচ্ছে।
এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ্ভ্থেকে সেভাবে কোনো বিবৃতি পাওয়া যায় নি। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ব্যাপারেই চাপ সৃষ্টি করলেন কেন্দ্র সরকারের ওপর। তিনি বলেছেন "যদি সরকার হয়ে থাকো, তাহলে অরুণাচলের ঐ কিশোরকে দেশে ফিরিয়ে নিয়ে এসো।"