আজ খবর (বাংলা), নতুন দিল্লী ও কলকাতা, ভারত, 07/01/2022 : শুক্রবার নতুন দিল্লী থেকে ভার্চুয়ালি কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসটির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিত্তরঞ্জন হাসপাতালের ক্যান্সার রিসার্চের জন্যে এই নতুন ক্যাম্পাস তৈরি করতে খরচ হয়েছে মোট 530 কোটি টাকা। এর মধ্যে 75 শতাংশ হিসেবে 400 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার এবং 25 শতাংশ হিসেবে 130 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।
নতুন এই ক্যাম্পাসে ক্যান্সার রোগীদের জন্যে 460টি শয্যা থাকছে। এখানে ক্যান্সার নির্ধারণ, স্টেজিং, ট্রিটমেন্ট এবং কেয়ার অর্থাৎ পুরো পরিষেবাই পাওয়া যাবে। এই নতুন ক্যাম্পাসে থাকছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি। এখানে থাকছে নিউক্লিয়ার মেডিসিন (PET), 3.0 টেসলা এমআরআই, 128 স্লাইস এমআরআই, রেডিওনিউক্লাইড থেরাপি ইউনিট, এন্ডোস্কপি স্যুইট, আধুনিক ব্রেসিথেরাপি ইউনিট ইত্যাদি।
নতুন এই ক্যাম্পাসে থাকছে অত্যাধুনিক গবেষণাগার যেখানে ক্যান্সার সংক্রান্ত আরও গবেষণা করা যাবে। এই নতুন ইউনিট সমগ্র পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্যান্সার রোগীদের কাছে অত্যন্ত ভরসার জায়গা হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। কলকাতায় এই নতুন ক্যাম্পাস উদ্বোধন করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।