আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/01/2022 : ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। কিছুক্ষণ আগেই রাজাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
যেটা জানা যাচ্ছে, আজ সন্ধ্যে নাগাদ রাজাবাজারের কসাই বস্তিতে আগুন লেগেছে। মধ্য কলকাতার রাজাবাজারের এই কসাই বস্তি অঞ্চল বেশ ঘিঞ্জি এলাকা। বেশ কিছুটা জায়গা নিয়ে এখানে রয়েছে বড়সড় বস্তি। প্রচুর মানুষের বাস এখানে।
এই কসাই বস্তিতে গায়ে গায়ে প্রচুর ঘর রয়েছে। রয়েছে দোকান পাট এবং বাজার। প্রায় প্রত্যেক ঘরের মধ্যেই কিছু না কিছু ব্যবসায়িক কাজকর্ম হয়। ওপরের তলাগুলিতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
এদিন সন্ধ্যে নাগাদ কসাই বস্তির একটি বাড়ির ওপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। গায়ে গায়ে ঘরবাড়ি থাকার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। প্রাথমিকভাবে স্থানীয় মানুষরাই আগুন নেভানোর কাজ শুরু করলেও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। এই মুহুর্তে আগুন অনেকটাই বেড়ে গিয়েছে। তবে দমকল বাহিনী আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করছে।
ঠিক কি কারনে আগুন লেগেছে এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আজ রবিবার এবং নেতাজি জয়ন্তী, তাই ছুটির দিন হওয়ায় রাজাবাজারের কসাই বস্তিতে অন্যদিনের তুলনায় ভীড় ছিল কম। কিন্তু জায়গাটি বেশ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয় দমকল বাহিনীর কর্মীদের।
ছবি : সুব্রত রায়