আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২১/০১/২০২২ : দিল্লীর ইন্ডিয়া গেটের অমর জ্যোতি মশাল মিশে যেতে চলেছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সাথে। এতদিন ধরে যে মশাল প্রজ্জ্বলিত ছিল রাজধানীর বুকে, তা এবার নিভিয়ে ফেলা হবে এবং সেই মশাল প্রজ্জ্বলিত থাকবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে।
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আমরা দেশের মাটিতে যে স্মৃতিসৌধগুলি তৈরি করছি, তা দেশের সার্বিক গুরুত্বের কথা বিবেচনা করেই তৈরি করছি। এতদিন দেশের কোনো বিশেষ একটি পরিবারের কথা মাথায় রেখেই এই ধরনের স্মৃতিসৌধগুলি তৈরি এবং নামকরণ করা হত। এবার থেকে তা আর হবে না।"
অমর জ্যোতি মশাল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সাথে মিশে যাওয়াকে স্বাগত জানিয়েছেন দেশের মিলিটারি অপারেশন্সের প্রাক্তন ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া। তিনি বলেছেন, "আজ সত্যি একটা মহান দিন। ইন্ডিয়া গেটের অমর জ্যোতি মশাল মিশে যাচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেৱ সাথে। এটা খুব ভাল একটা সিদ্ধান্ত। ১৯৭১ সালের যুদ্ধে দেশের যে সেনা জওয়ানরা দেশের জন্যে সর্বোচ্য বলিদান দিয়েছিলেন, গত ৫০ বছর ধরে তাঁদের সন্মান প্রদর্শন করেছে গোটা দেশ। প্রায় ২৫ হাজার সেনা জওয়ানের আত্মাহুতির সেই ইতিহাসকে দেশ কোনোদিন ভুলে যাবে না। কিন্তু অমর জ্যোতি মশাল যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সাথে মিশে যাচ্ছে, এটা সত্যিই আনন্দদায়ক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।"
১৯৭১এর যুদ্ধের প্রাক্তন আর্মি ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল জেবিএস যাদবও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, "কেন্দ্র সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এর মধ্যে কোনো রকম রাজনীতি যেন না আসে। অমর জ্যোতি মশাল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সাথে মিশে যাচ্ছে আজ, তাই আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবের সমান।" আজই ইন্ডিয়া গেটের অমর জ্যোতি মশাল মিশে যাবে দিল্লীর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। এই কাজে আজ পৌরহিত্য করবেন এয়ার মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণ।
কংগ্রেসের তরফে সাংসদ মনীশ তেওয়ারি বলেছেন, "দেশের স্বার্থে আত্মাহুতি দেওয়া অমর জওয়ানদের সম্মানে প্রজ্জ্বলিত পবিত্র অমর জ্যোতি মশাল নিভিয়ে ফেলে তা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সাথে মিশিয়ে দেওয়াটা বেশ দুর্ভাগ্যজনক।ঐ মশাল আসলে দেশের কোটি কোটি মানুষের আবেগ, শ্রদ্ধা এবং ভালবাসা। এই কাজটা করে বিজেপি সরকার প্রমাণ করতে চাইছে যে তারা দেশের সত্যিকারের ইতিহাসকে মুছে দিতে চায়। ইতিমধ্যেই এই ধরনের প্রচেষ্টা তারা করেছে। অমর জ্যোতি মশাল সরিয়ে নিয়ে গিয়ে বিজেপি ফের একবার দেশের ইতিহাসকে মুছে দিয়ে নতুন ইতিহাস বানাতে চাইছে। এই ধরনের সিদ্ধান্তকে কোনোভাবেই সমর্থন করা যায় না।"