বরফের রাজ্যে নেচে খেলে উষ্ণতা খুঁজছে সেনাবাহিনী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বরফের রাজ্যে নেচে খেলে উষ্ণতা খুঁজছে সেনাবাহিনী

Share This

বরফের রাজ্যে নেচে খেলে উষ্ণতা খুঁজছে সেনাবাহিনী


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 18/01/2022 : হিমালয়ের অধিক উচ্চতায় প্রচন্ড ঠান্ডার মধ্যেও সেনাবাহিনীর জওয়ানরা নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের শরীরের উষ্ণতা ধরে রাখছেন এবং কর্তব্যে অবিচল থাকছেন।

উচ্চ হিমালয়ের প্রায় সর্বত্রই প্রচন্ড ঠান্ডা। দফায় দফায় চলছে তুষারপাত। তার সাথে ঝোড়ো হীম শীতল হাওয়া আবহাওয়ার প্রতিবন্ধকতাকে বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। উচ্চ হিমালয়ের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের অনেক নিচে। সেই সব জায়গায় প্রায় এক কোমর বরফ ভেঙ্গে ভয়ঙ্কর পরিবেশে কর্তব্যে অবিচল থাকছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তাঁদের সঙ্গে ডিউটি করে চলেছেন বিএসএফ, আইটিবিপির মত অন্যান্য বাহিনীগুলিও।

যেখানে এক চুমুক জল পান করতে গেলে বরফ গলিয়ে ফেলতে হয়, যেখানে সামান্য উষ্ণতার রেশটুকুও নেই সেই রকম কঠিন পরিস্থিতিতে কিভাবে ভারতীয় সেনা জওয়ানরা দিনের পর দিন ডিউটি করে চলেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিল চীনা সেনাবাহিনীও। 

ভাবলে সত্যিই অবাক হতে হয়, কিভাবে দিন রাত হাড় হীম করা, রক্ত জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে বরফের স্তূপের মধ্যেও দেশের জন্যে কর্তব্যে অবিচল থেকে কাজ করা যায় ? জম্মু ও কাশ্মীর উপত্যাকায় অথবা লাদাখের মত জায়গায় কিছুদিন আগেই সেনা জওয়ানরা বিহু উৎসব পালন করেছেন। বরফের উপত্যাকায় একটু উষ্ণতা পেতে নেচে শরীর গরম করার চেষ্টা করেছেন। আবার সিকিমে 14 হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা বরফের মধ্যেই ভলিবল খেলছেন। এতে যেমন ফিট থাকাও যাচ্ছে, তেমন শরীরকে গরম রাখাও সম্ভব হচ্ছে। এভাবেই চলছে হিমাঙ্কের সাথে অসম এক ধরনের লড়াই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages