আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 03/01/2022 : করোনা আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার জন আব্রাহাম। এই মুহুর্তে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
একটি টুইট বার্তায় অভিনেতা জন আব্রাহাম লিখেছেন, "তিন দিন আগে আমি এমন এক ব্যক্তির সংস্পর্শে আসি, এখন জানতে পারছি তিনি করোনা আক্রান্ত ছিলেন। আমার এবং প্রিয়ার কোভিড টেস্ট রিপোর্টও পজিটিভ এসেছে। তাই আমরা দুজনেই হোম আইসোলেশেসনে থাকছি। এর মধ্যে আমরা আর কারোর সাথে সাক্ষাত করি নি, কারোর সংস্পর্শেও আসি নি।"
জন আব্রাহাম আরও লিখেছেন, "আমরা করোনার ডাবল ডোজ নিয়েছিলাম। বর্তমানে করোনার লক্ষণগুলি মৃদুভাবে উপলব্ধি করতে পারছি। আমরা ভাল আছি। আপনারাও ভাল থাকুন। প্রত্যেকে মাস্ক অবশ্যই ব্যবহার করুন।"
Loading...