আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 13/01/2022 : ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রেলমন্ত্রী, স্থানীয় সাংসদেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, "ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। ডিএম, এসপি, আইজি (নর্থ বেঙ্গল) সব উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। সদর দপ্তর থেকেও বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে।"
রাজ্যপাল জগদীপ ধনকর বলেছেন, "বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছে শুনে মন খারাপ হয়ে গিয়েছে। এই ঘটনা অনেক মৃত্যূ সংবাদ বয়ে আনছে। তবে সব এজেন্সি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ করায় কাজটা দ্রুত করা গিয়েছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় দু:খ্প্রকাশ করেছেন। তিনি রেল মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আই দুর্ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু সিং বিস্তা, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষনা করেছেন। এছাড়া গুরুতর আহতদের 1 লক্ষ টাকা করে এবং কম আহতদের 25 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেছেন।
রেল দুর্ঘটনায় বহু আহতকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। জলপাইগুড়ির সাংসদ ড: জয়ন্ত রায় এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। জলপাইগুড়ি হাসপাতালে আহতদের ভর্তির ব্যাপারে তিনি বাড়ি থেকেই তদারকি করছেন।