আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 23/01/2022 : অভিশপ্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি ফের দুর্ঘটনায় পড়ল। শিলিগুড়ির কাছে এই ট্রেনটি ফের লাইনচ্যুত হয়ে গেল।
কিছুদিন আগেই বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল। ঐ ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল নিউ ময়নাগুড়ি ও দোমোহনি স্টেশনের মাঝে। বেশ কিছু বগি লাইন থেকে উল্টে পড়ে গিয়েছিল।
ঐ ঘটনায় মৃত্যূ হয়েছিল 7 জনের। দুমড়ে মুচড়ে যাওয়া রেলের বগিগুলি থেকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল 52 জন যাত্রীকে।
অভিশপ্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের ভালো বগি ও ইঞ্জিনটিকে গতকাল শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল। শিলিগুড়ি জংশনের ডিজেল শেডে ঢোকার মুখে ফের ঐ রেলের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।
ফের লাইন চ্যুত হওয়ার ফলে ঐ রেল লাইন বন্ধ রাখা হয়। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন করতে হয়। রেলের কর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন।