আজ খবর (বাংলা), পৈলান, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ২৬/০১/২০২২ : আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল পৈলান পুলিশ লাইনে, পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জীর উপস্থিতিতে।
এবছরও করোনা আবহের মধ্যে খুব একটা জাঁকজমক নেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। প্রতিবছরই প্রশাসনিক দিক থেকে প্রজাতন্ত্র দিবসে প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের কুচকাওয়াজের পাশাপাশি অংশগ্রহণ করত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এবার স্কুলগুলো বন্ধ থাকায় প্যারেডে অংশ নিচ্ছে না বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। শুধুমাত্র ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে ১৪টি থানা, সিভিল ডিফেন্স অংশ নেয় প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ কুচকাওয়াজে।
বুধবার দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পৈলান পুলিশ লাইনে এসপি অভিজিৎ ব্যানার্জির উপস্থিতিতে পালিত হলো এই দিনটি। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনটির সূচনা করেন জেলাশাসক। সুসজ্জিত জিপে করে সমগ্র প্যারেড পরিদর্শন করলেন। এদিন মমতা ব্যানার্জির জনমুখি প্রকল্পসমূহ সুসজ্জিত ট্যাবলো কুচকাওয়াজে অংশগ্রহণ করতে দেখা যায়।
রিপোর্ট : জয় গুহ