আজ খবর (বাংলা), কালচিনি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, 17/01/2022 : আলিপুরদুয়ার জেলার কালচিনিতে ফের একবার ভাঙ্গন দেখা গেল বিজেপি শিবিরে।
কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাসাং লামার হাত ধরে ২০০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এঁদের সঙ্গে ৪নং মন্ডল যুব বিজেপির সাধারণ সম্পাদক, অঞ্চল প্রধান চন্দন লামা, মহিলা মোর্চা প্রধান চুনুক লামাও এদিন তৃণমূলে যোগ দেন।
জানা যায়, ব্লক তৃণমূল সভাপতির হাত ধরে প্রায় দিনই বিজেপিতে ভাংগন চলছে। এদিন ব্লক তৃণমূল সভাপতি পাসাং লামা বলেন,আমাদের লক্ষ্য জেলা জুড়ে বিজেপি শূন্য করা।
রিপোর্ট : মিল্টন সরকার
Loading...