ভারত-চীনের মধ্যে রেকর্ড বানিজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত-চীনের মধ্যে রেকর্ড বানিজ্য

Share This

ভারত-চীনের মধ্যে রেকর্ড বানিজ্য


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 15/01/2022 : দুই দেশের মধ্যে সংঘাত যতই থাক না কেন, ভারত এবং চীন  2021 সালে নিজেদের মধ্যে রেকর্ড অঙ্কের বানিজ্য করেছে। 

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে 2021 সালে ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য হয়েছে 125 বিলিয়ন ডলারের। এর আগে যখন চীনের সাথে ভারতের পূর্ব লাদাখে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন দুই দেশের মধ্যে এত ভাল বানিজ্য হয় নি, যেটা গত বছরে হয়েছে। যদিও দুই দেশের বাণিজ্যের মধ্যে চীনই বেশি লাভ করেছে। 

রিপোর্টে বলা হয়েছে 2021 সালে চীন ও ভারতের মধ্যে বানিজ্য হয়েছে মোট 125.66 বিলিয়ন ইউএস ডলারের। 2020 সালের তুলনায় যা 43.3% বেশি।

গত বছর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চীন ভারতকে রপ্তানি করেছে 97.52 বিলিয়ন ডলারের পণ্য, যেখানে ভারত চীনকে যা পণ্য রপ্তানী করেছে তার মূল্য 28.14 বিলিয়ন ডলার। 2021 সালে ভারতের ট্রেড ডেফিসিট 69.38 বিলিয়ন ডলার। 

ভারত প্রায় এক দশক ধরে চীনকে তাদের দেশে ইনফরমেশন টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল বাজার উন্মুক্ত করে দেওয়ার আবেদন জানাচ্ছে। কিন্তু ভারতের আবেদনে চীন এখনও পর্যন্ত সাড়া দেয় নি। এর মধ্যে করোনা পরিস্থিতি তথা ভারতে করোনা দ্বিতীয় প্রবাহ থাকায় ভারত এখনও পর্যন্ত নিজেদের ক্ষতি পুরণ করে উঠতে পারে নি। তবে যদি চীন তাদের দেশে আইটি এবং ফার্মাসিউটিক্যালস বাজার ভারতের জন্যে উন্মুক্ত করে দিত, তাহলে হয়ত এই ডেফিসিট পুরণ করা যেতে পারত অনেকটাই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages