আজ খবর (বাংলা), বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/01/2022 : মানুষ তাঁর সঙ্গে আছে, মানুষ তাঁকে চেনেন, তাঁকে জানেন, আর সেই কারনেই গোটা রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবেই মানুষ তাঁকে ভোট দিয়ে এসেছেন এবং আগামী দিনেও দেবেন বলে প্রত্যয়ী বিধান নগরের কংগ্রেস নেত্রী গীতা সরদার।
তৃণমূলের এই ভরা জোয়ারে বিরোধী দলের তরফে দীর্ঘদিন একমাত্র তিনিই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এবং আগামী দিনে ও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে জানালেন বিধাননগর পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী গীতা সরদার। তিনি বলেন, 'মানুষ তাঁদের কাজে সন্তুষ্ট, তাই এতদিন তাঁর ওপরই আস্থা রেখেছেন।'
এছাড়াও তিনি বলেন যে, 'সারা বছর তিনি মানুষের কাজ করেন। অতএব নতুন করে ভোটের আগে তাঁর আর জনসংযোগের প্রয়োজন পড়ে না।' এবং তিনি আরও বলেন যে 'বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনের দাম অনেক বেশি, তাই তাঁরা চেষ্টা করছেন যতটা সম্ভব কোভিড প্রটোকল মেনে ভোটের প্রচার চালাতে।' পাশাপাশি মানুষকে সচেতনও করছেন, যাতে তাঁরা এই মহামারী থেকে বাঁচতে যথাযথ মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করেন।