আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 18/01/2022 : অবিলম্বে বিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন শুরুর দাবীতে ডেপুটেশন দিলো এএসএফএইচএম
করোনা বিধি মেনেi অবিলম্বে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর স্বাভাবিক পঠন- পাঠন শুরু করার দাবীতে শিক্ষা দপ্তরে কমিশনার অফ স্কুল এডুকেশনকে স্মারকলিপি প্রদান করলো রাজ্যের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের একমাত্র সংগঠন 'এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস'।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতির নেতৃত্বে আজ এক প্রতিনিধিদল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন। প্রায় দুই বছর শিক্ষাঙ্গন বন্ধ। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী শিক্ষার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসাথে বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ স্কুলছুটের সংখ্যা বেড়েছে। বেড়েছে শিশুশ্রমিকের সংখ্যা।
এমতাবস্থায় শিক্ষা ও শিক্ষার্থীদের বাঁচানো তথা শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর প্রধান শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন। এর পর প্রতিনিধিদল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের কাছেও স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মূল বক্তব্য ছিল সঠিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সহ স্বাভাবিক পঠন- পাঠন চালু করা।