ফের জোট বেঁধে নতুন ছবিতে সঞ্জয় দত্ত ও সুনীল শেঠী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের জোট বেঁধে নতুন ছবিতে সঞ্জয় দত্ত ও সুনীল শেঠী

Share This

 

ফের জোট বেঁধে নতুন ছবিতে সঞ্জয় দত্ত ও সুনীল শেঠী
সুনীল শেঠী ও সঞ্জয় দত্ত 

আজ খবর (বাংলা), মুম্বই , মহারাষ্ট্র, ২৭/০১/২০২২ : বলিউডে ফের একবার নিজেদের মধ্যে জোট বাঁধলেন সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠী। এবার একটি কমেডি ড্রামা মূলক ছবিতে একসাথে দেখা যাবে এই দুই অভিনেতাকে। 

এর আগে ২০০২ সালে কাঁটে  এবং ২০০৭ সালে শ্যুট আউট এট লোখান্ডওয়ালা ছবিতে ব্যাপক একশন  করতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠীকে। দুটি ছবিই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। তাই এবার আরও একবার এই দুই সুপারস্টার জুটি বেঁধে নতুন ছবির স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলে জানা গিয়েছে। 

তবে নতুন এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক কাযা হয় নি. কিন্তু এটা  সিদ্ধান্ত  গিয়েছে যে এই ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠী। খুব শীঘ্রই ছবির শ্যুটিংও শুরু হয়ে যাবে। এই ছবিতে সঞ্জয় এবং সুনীল দুজনকেই দেখতে পাওয়া যাবে পাঞ্জাবী  যুবকের চরিত্রে। ছবিতে এখন যেমন থাকবে তেমনই থাকবে কমেডি। ছবিটি  পরিচালনা করবেন সমীর কারনিক।

সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠী ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে এশা গুপ্তা, জায়েদ খান, সৌরভ শুক্লা এবং জাভেদ জাফরিকেও।  



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages