দেশের 5 রাজ্যে 7 দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশের 5 রাজ্যে 7 দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হল

Share This

দেশের 5 রাজ্যে 7 দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 08/01/2022 : দেশের পাঁচ রাজ্যে সাত দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হল। ঐ পাঁচ রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখন্ড ও মণিপুর। এই রাজ্যগুলিতে মোট সাত দফায় ভোট হবে। গণনা হবে মার্চ মাসের 10 তারিখে।

উত্তরাখন্ডে এক দফায় ভোট গ্রহণ করা হবে 14ই ফেব্রুয়ারি তারিখে। 2017 সালে এখানে শেষবার বিধানসভা ভোটে মোট 70টি আসনের মধ্যে 57টি আসনে জিতে বিজেপি সরকার গড়েছিল। 

উত্তর প্রদেশে মোট সাত দফার ভোট শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, চলবে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। এই রাজ্যে ভোট গ্রহণ করা হবে ফেব্রুয়ারি মাসের 10, 14, 20, 23 , 27 তারিখে এবং মার্চ মাসের 3 ও 7 তারিখে। ফল প্রকাশ হবে মার্চ মাসের 10 তারিখে। 2017 সালে উত্তর প্রদেশে মোট 403টি আসনের মধ্যে 312টি আসনে জিতে বিজেপি সরকার গড়েছিল যোগী আদিত্যনাথের নেতৃত্বে।

পঞ্জাব ও গোয়ায় এক দফাতেই ভোট গ্রহণ করা হবে 14ই ফেব্রুয়ারি তারিখে। মণিপুরে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। সেই দুই দিন হল 27শে ফেব্রুয়ারি ও 6ই মার্চ। 

2017 সালে পঞ্জাবের বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 77টি আসন, আম আদমি পার্টি পেয়েছিল 20টি এবং বিজেপি-শিরোমণি আকালি দলের জোট পেয়েছিল 15টি আসন। 

গতবার অর্থাৎ 2017 সালে গোয়ায় মোট 40টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল 17টি  আসন। বিজেপি পেয়েছিল 13টি আসন। এনসিপি পেয়েছিল 1টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছিল 3টি,  গোয়া ফরোয়ার্ড পার্টি পেয়েছিল 3টি এবং নির্দল পেয়েছিল 3টি আসন। 

মণিপুরে 2017 সালে মোট 60টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল 28টি, বিজেপি পেয়েছিল 21টি, তৃণমূল কংগ্রেস 1টি, নাগা পিপলস ফ্রন্ট 4টি, লোক জন শক্তি পার্টি 1টি, ন্যাশানাল পিপলস পার্টি 4টি এবং নির্দল 1টি আসন পেয়েছিল। 

নির্বাচন কমিশন জানিয়েছে পাঁচ রাজ্যে সাত দফার ভোট গ্রহণ করা হবে করোনার জন্যে থাকা সব রকম স্বাস্থ্য বিধি মেনে। 5 রাজ্যেই ভোটের ফল প্রকাশিত হবে 10 ই মার্চ তারিখে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages