আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 13/01/2022 : আজকেই আরও চার বিধায়ক বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
আর কিছুদিন পরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কিন্তু তার আগেই দেশ জুড়ে বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার হিড়িক পড়ে যাবে বলে দাবী করেছেন শরদ পাওয়ার।
মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে শরদ পাওয়ার বলেছেন, "এমন একটা দিনও যাচ্ছে না, যেদিন দেশের কোথাও না কোথাও বিজেপি নেতারা দল ছেড়ে অন্য্ দলে যোগ দিচ্ছেন না। উত্তরপ্রদেশের কথাই ধরুন। সেখানে অন্তত 13 জন বিধায়ক বিজেপি ছাড়তে চলেছে বলে আমার কাছে খবর আছে। আমি এও জানতে পেরেছি আজই বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেবেন চারজন বিধায়ক।"
আজ সকালেই বিজেপি বিধায়ক বিধুনা বিনয় শাক্য, তাঁর ভাই দেবেশ শাক্য ও তাঁদের মা দ্রৌপদী শাক্য বিজেপি ছাড়ার কথা বলেছেন।
শিকোহাবাদের (ফিরোজাবাদ) বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন। উত্তরপ্রদেশে বিজেপির এক মন্ত্রী ধরম সিং সৈনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ধরম সিং সৈনি তাঁর পদত্যাগ পত্রে কৃষক, দলিত ও কর্মহীনদের প্রতি উত্তর প্রদেশের বিজেপি সরকারের অপদার্থতাকে দায়ী করেছেন।
এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে এনসিপি গোয়া, উত্তরপ্রদেশ ও মণিপুরে লড়বে। এর মধ্যে উত্তরপ্রদেশে তারা সমাজবাদী পার্টির সহযোগী হিসেবে লড়বে। গতকালই এনসিপি দলের উত্তর প্রদেশের সভাপতি উমাশঙ্কর যাদব সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সাথে দেখা করেছেন। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে দলবদলের অঙ্ক ক্রমেই জটিল হয়ে উঠছে।