আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 15/01/2022 : রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় চার পুরসভার ভোট তিন সপ্তাহের জন্যে পিছিয়ে দেওয়া হল। রাজ্য নির্বাচন কমিশন আজ এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জানুয়ারি মাসের 22 তারিখে রাজ্যের চার পুরসভায় ভোট হওয়ার কথা ছিল। রাজনৈতিক দলগুলি সেভাবেই প্রচার শুরু করেছিল। যদিও রাজ্যের বিরোধী দলগুলি করোনা পরিস্থিতিতে ভোট করানো নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করছিল।
এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনৈক বিমল ভট্টাচার্য বনাম রাজ্য সরকার ও অন্যান্যদের নিয়ে একটি মামলাও হয়েছিল। কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে ভোট পিছিয়ে দেওয়া যায় কিনা তা জানাতে বলেছিল।
এদিন রাজ্য নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল রাজ্যের চার পুরসভায় জানুয়ারি মাসের বদলে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হতে চলেছে। ঐ চার পুরসভাগুলি হল শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর। আগামী 12ই ফেব্রুয়ারি এই চার পুরসভায় ভোট গ্রহণ করা হবে।