অদিতি অশোক |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 11/01/2022 : বিশিষ্ট গলফার অনির্বাণ লাহিড়ী, অদিতি অশোক ও দীক্ষা ডগর সহ ১০ জন অ্যাথলিট ক্রীড়া মন্ত্রকের ‘মিশন অলিম্পিক্স সেল’ সংক্রান্ত যে অ্যাথলিটদের তালিকা রয়েছে তাতে যুক্ত হয়েছেন। তালিকায় থাকা অন্যান্য অ্যাথলিটদের মতো সদ্য নির্বাচিত এই ১০ অ্যাথলিটরাও মন্ত্রকের ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ (টপস)-এর আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। আরও যে কয়েকজন অ্যাথলিট ‘টপস’ কর্মসূচিতে এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন ঘোড়সওয়ার ফৌয়াদ মির্জা, গলফার শুভঙ্কর শর্মা ও টিভেসা মালিক, উন্নতি শর্মা এবং লিনথৈ চনমবম। এই ১০ জনের অন্তর্ভুক্তির ফলে ‘টপস’ কর্মসূচিতে অ্যাথলিটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০১। এঁদের মধ্যে ১০৭ জন কোর গ্রুপে রয়েছেন।
মন্ত্রক প্রতি বছর জাতীয় ক্রীড়া সংগঠনগুলিকে বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতায় কোর গ্রুপের অ্যাথলিটদের অংশগ্রহণ ও প্রশিক্ষণের সুবিধা দিয়ে থাকে। ‘টপস’ কর্মসূচিতে থাকা অ্যাথলিটরা দেশের বাইরেও প্রশিক্ষণের সুযোগ পান। এজন্য সরকার প্রশিক্ষণ ও অন্যান্য খাতে অর্থ খরচ করে থাকে। মন্ত্রকের ‘মিশন অলিম্পিক্স’-এ আগামী মাসে বেজিং-এ অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় অ্যালপাইন স্কিয়ার মহম্মদ আরিফ খানের জন্য ১৭ লক্ষ ৪৬ হাজার টাকা প্রশিক্ষণ ও যাতায়াত খাতে মঞ্জুর করেছে। এই অর্থে আরিখ খান ইউরোপে পাঁচ সপ্তাহ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ করা যেতে পারে, ঘোড়সওয়ার ফৌয়াদ মির্জা ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে একক বিভাগে রৌপ্য পদক পেয়েছিলেন। গত বছর টোকিও অলিম্পিক গেমসে ফৌয়াদ ২৩তম স্থানে শেষ করেন। বর্তমানে ফৌয়াদ ঘোড়সওয়ারের বিশ্ব ক্রমতালিকায় ৮৭তম স্থানে রয়েছেন। এদিকে, ২৩ বছর বয়সী গলফার অদিতি অশোক টোকিও অলিম্পিক গেমসে ভালো ফল করে সারা দেশের মন জয় করে নেন। হরিয়ানার ২১ বছর বয়সী বাঁ-হাতি গলফার দীক্ষা ডগর ২০১৭-র প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন অলিম্পিকে রৌপ্য পদক পান। গত বছরের অলিম্পিক গেমসে দীক্ষা ৫০তম স্থানে শেষ করেন।
Loading...