আজ খবর (বাংলা), সাহেবগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ, 15/01/2022 : রাজ্যে করোনার তৃতীয় প্রবাহ চলছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের পর এবার কোচবিহারের সাহেবগঞ্জেও লক ডাউন ডাকা হল। সাহেবগঞ্জে ২৪ ঘন্টার লকডাউন চলছে।
করোনা সংক্রমন বৃদ্ধির দরুন কোচবিহার জেলার দিনহাটার মহকুমার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার বনধ পালন করছেন ব্যবসায়ী সহ যানবহন কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সহ ওমিক্রণের সংক্রমন বৃদ্ধির দরুন ইতিমধ্যে জেলা প্রশাসন সাহেবগঞ্জ এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে। সেই কারণেই স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের বৈঠকের মাধ্যমে সপ্তাহের প্রত্যেক শনিবার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এর বাজার সহ সংলগ্ন এলাকায় সমস্ত রকমের ব্যবসা, যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই জন্য আজ শনিবার সাহেবগঞ্জ বাজার সহ সংলগ্ন এলাকা পূর্ন লকডাউন শান্তিপূর্ন ভাবেই পালন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
রিপোর্ট : মিল্টন সরকার