22 থেকে 24 তারিখ বৃষ্টিতে ভিজবে রাজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


22 থেকে 24 তারিখ বৃষ্টিতে ভিজবে রাজ্য

Share This

22 থেকে 24 তারিখ বৃষ্টিতে ভিজবে রাজ্য


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/01/2022 : পশ্চিমী ঝঞ্ঝার কারনেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির আধিক্য দেখা দেবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা বাধাপ্রাপ্ত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হল।

22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টি হবে। কয়েকটা জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 

দার্জিলিং ও কালিম্পং পাহাড়েও হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হবে। পাহাড়ে কয়েকটা জায়গায় ধ্বসও নামতে পারে বলে মনে করা হচ্ছে। 

দক্ষিন বঙ্গের জেলাগুলিতে 23 ও 24 তারিখ হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হবে। দক্ষিন বঙ্গের কয়েকটা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে।

22 থেকে 24 তারিখের এই বৃষ্টির দরুন হর্টিকালচার ও পাকা ফসলের ক্ষতি পারে বলে সতর্ক করা হয়েছে। এই কয়েকদিন দৃশ্যমানতা কম থাকতে পারে এবং কুয়াশাও থাকতে পারে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages