21 তারিখ থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


21 তারিখ থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে

Share This

21 তারিখ থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/01/2022 : আগামী 21 তারিখে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে এই খবর জানা গিয়েছে।

আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ 20 তারিখ পর্যন্ত। 21 তারিখ উপকূলের কাছাকাছি জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  উত্তর ও দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কুড়ি তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবে কুড়ি তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমবে। কলকাতা ক্ষেত্রেও রাতের তাপমাত্রা 20 তারিখের পর থেকে বাড়বে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে 48 ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে। 19 তারিখে দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ে  হালকা বৃষ্টি হবে। 20 তারিখে উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং,কালিম্পং,কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জায়গাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 21 তারিখে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা তিন দিনে কোনো পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা বাড়বে এবং দুই বঙ্গেই সকালের দিকে কুয়াশা থাকবে।

রিপোর্ট : সুস্মিতা ভৌমিক

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages