আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ভারত, 22/12/2021 : জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবীর কাছে অরণ্যে হঠাৎ অগ্নিকাণ্ড। দাবানল ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা গেল।
জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী একটি অতি জনপ্রিয় হিন্দু তীর্থ ও পর্যটনকেন্দ্র। বছরভর এই অঞ্চলে তীর্থযাত্রী ও পর্যটকদের ভীড় লেগেই থাকে। গতকাল কাটরা থেকে বৈষ্ণোদেবী সংলগ্ন অঞ্চলের অরণ্যে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
বৈষ্ণোদেবী স্রাইন বোর্ডের স্বেচ্ছাসেবীরা প্রথমে আগুন দেখতে পান। দ্রুত তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর যায় দমকলেও। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর আগুন আয়ত্তে আসে। কিন্তু কিভাবে ঐ অরণ্যে এইভাবে আগুন লাগল ও তা ছড়িয়ে পড়ল, তা জানা যায় নি। তবে পথের ধারের অরণ্যে আগুন লাগলেও বৈষ্ণোদেবী যাত্রা কোনোভাবেই ব্যাহত হয় নি বলে জানিয়েছে বৈষ্ণোদেবী স্রাইন বোর্ড।