পুলিশের ওপর মহলে বড়সড় রদবদল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পুলিশের ওপর মহলে বড়সড় রদবদল

Share This

পুলিশের ওপর মহলে বড়সড় রদবদল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 30/12/2021 : কলকাতা ও রাজ্য পুলিশে আজ বড়সড় রদবদল করা হল। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন বিনীত কুমার গোয়েল।

এতদিন কলকাতা পুলিশ কমিশনার পদের দায়িত্ব সামলাচ্ছিলেন শ্রী সৌমেন মিত্র। তাঁর জায়গায় কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন বিনীত কুমার গোয়েল। তিনি এতদিন এসটিএফ-এর এডিজি পদে কাজ করছিলেন।

সুকেশ কুমার জৈন পশ্চিমবঙ্গ ট্রাফিকের নতুন ডিআইজি হলেন। জলপাইগুড়ির এসপি ওয়াই রঘুবংশীকে পাঠানো হল আলিপুরদুয়ারের এসপি করে। আলিপুরদুয়ারের এসপি ভোলানাথ পাণ্ডেকে নিয়ে আসা হল জলপাইগুড়ির এসপি করে।

অপরাজিতা রাই কলকাতায় এসটিএফ এর ডিসি পদে কাজ করছিলেন। তাঁকে কালিম্পং এর এসপি করে পাঠানো হয়েছে আর কালিম্পং এর এসপি হরিকৃষ্ণ পাইকে এসটিএফ-এর ডিসি করে নিয়ে আসা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages