আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 04/12/2021 : কলকাতা পুরভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রত্যেকেই। অতিরিক্ত অ্যাডভান্টেজ থাকলেও পুরভোট প্রচারে কোনও গাফিলতি রাখতে চায় না তৃণমূল কংগ্রেস।
প্রার্থীদের বুস্ট আপ করতে শনিবার এক বিশেষ বৈঠকের আয়োজন করে জোড়াফুল শিবির। এদিন হাজরা রোডের মহারাষ্ট্র নিবাস হলে বৈঠকের আয়োজন করা হয়। দুপুর ১টার মধ্যে সেখানে পৌঁছোনোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রার্থীদের। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত আলোচনা ও নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের।
নির্দেশগুলি হল-
১) অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাই লক্ষ্য। কোনও অশান্তি বরদাস্ত করবে না নেতৃত্ব।
২) বিরোধীদের করা কোনওরকম অপপ্রচারে পা দিতে নিষেধ করা হয়েছে।
৩) অতি উৎসাহে কর্মীরাও যাতে সংযম না হারান, সেদিকে নজর রাখা।
৪) আগামী কয়েকদিন নিবিড় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের।
৫) স্থানীয় এলাকার উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের স্কিমগুলিকেও প্রচারের আলোয় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
৬) রাজনৈতিকভাবে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে রাজ্য সরকারের বিরোধীতা করছে। সাধারণ মানুষকে এ ব্যাপারে আরও বেশি করে বোঝাতে হবে।
৭) দলের সব সংগঠন, শাখা সংগঠন, গণ সংগঠনকে একসূত্রে বেঁধে প্রচার করতে হবে। কোনওভাবেই কোন্দল বরদাস্ত করবে না নেতৃত্ব।
৮) রাজ্য সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুরভোট নির্বাচন জয়ই তৃণমূলের লক্ষ্য।
এদিন তৃণমূল প্রার্থীদের বলা হয়েছে, ভোটের আগে প্রত্যেকটি বাড়িতে দু'বার করে গিয়ে ভোট ভিক্ষা করতে। বলা হয়েছে মাথা নিচু করে ভোট চাইতে। সর্বক্ষেত্রে জনসংযোগ আরও বৃদ্ধি করতে।
এর পাশাপাশি আরও বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে। বিরোধীকে ধরাশায়ী করার পাশাপাশি নিজেদের খুঁটি শক্ত করতে একাধিক নেতার উপর পড়তে পারে পুরভোটের খুঁটিনাটি দায়িত্ব।