বই প্রকাশ করে আশার সূর্য উন্মোচন করলেন বিদ্যা বালান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বই প্রকাশ করে আশার সূর্য উন্মোচন করলেন বিদ্যা বালান

Share This

বই প্রকাশ করে আশার সূর্য উন্মোচন করলেন বিদ্যা বালান


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 23/12/2021 : অভিনেত্রী বিদ্যা বালান আজ মুম্বইয়ে একটি বই-এর উদ্বোধন করলেন, যা মানুষের মনে আশার আলো জ্বালে।

"UBUNTU - I AM BECAUSE WE ARE" শীর্ষক এই বইতি লিখেছেন ড: শিল্পা অরোস্কার। প্রকাশনা করেছে লিডস্টার্ট সংস্থা। উদ্বোধন করার পর বিদ্যা বালান বার বার মনে করিয়ে দিয়েছেন যে এই বইটি অবশ্যই সকলের পড়া উচিত।

বই উদ্বোধন করতে গিয়ে বিদ্যা বলেন, "আমার কাছে যখন এই বইটি উন্মোচন করার প্রস্তাব আসে তখন আমি হ্যাঁ বলার আগে দ্ক্বার বইটা পড়ে দেখতে চাই। তখন এই বইএর একটা কপি আমাকে পাঠানো হয়েছিল আর আমি পড়ে দেখেছিলাম। এটা যেন একজন পেডিয়াট্রিসিয়ান লেখকের একটা দুর্দান্ত প্রেষক্রিপশন। যেখানে মজা আছে, হাসি আছে, আনন্দ আছে আর আছে প্রচুর আশার আলো।"

আসলে করোনা পরিস্থিতিতে আমাদের দেশে দীর্ঘদিন লক ডাউন চলেছে। একে অন্যের সাথে মেলামেশা করতে পারে নি। স্কুল বন্ধ থাকায় শিশুরা হতাশ হয়ে পড়েছিল। কিন্তু সেই পরিবেশে থেকেও কিভাবে নিজেকে বিকশিত করা যায়, কিভাবে নিজেকে মেলে ধরা যায়। কিভাবে আরও রঙ্গীন স্বপ্ন দেখা যায়, তার ভুরি ভুরি উদাহরণ সহ সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে এই বইতে। আর সেখানেই এই বই এর সার্থকতা। এই বই যে কোনো মানুষকে পজিটিভ মানসিকতা এনে দিতে পারে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages