আজ খবর (বাংলা), আসানসোল, পশ্চিম বর্দ্ধমান, পশ্চিমবঙ্গ, 30/12/2021 : আসন্ন পুরভোটের জন্যে আজ আসানসোল শাখার বাম প্রার্থীদের নাম ঘোষনা করা হল।
ইতিমধ্যে ২২ শে জানুয়ারি আসানসোল সহ রাজ্যের ৪ টি পৌর নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। যদিও কোনো দলের থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
আজ প্রথম আসানসোল পৌর নিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা করলো বামফ্রন্ট। বৃহস্পতিবার আসানসোল অপকার গার্ডেন বামফ্রন্টের দলীয় কার্যলয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, পার্থ মুখার্জি আরসি সিং গৌরাঙ্গ চ্যাটার্জি, ভবানি আর্চাজি উপস্থিতি তে মোট ৭৮ টি ওর্য়াড এর প্রাথীর নাম ঘোষনা করা হয়।
বাকি ওর্য়াড গুলোর প্রার্থীর নাম দ্বিতীয় দফায় ঘোষণা করা হবে বলে জানান বংশগোপাল চৌধুরী ।এদিন বংশগোপাল চৌধুরী বলেন, এবারের পুরভোটে মানুষ তাদের পাশে থাকবেন। কারন হিসেবে তিনি জানান, এবারের পুর নির্বাচনে লোকাল কিছু সমস্যাকে কেন্দ্র করে মানুষ তিতি বিরক্ত হয়ে আছে
এদিন সিপিএমের দলীয় কার্যালয়ে বসে, প্রথম পর্যায়ে বামফ্রন্টের ৭৮ জন দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
রিপোর্ট : কৌসর আলি