আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্নাটক, 15/12/2021 : শেষ পর্যন্ত চলেই গেলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপটার দুর্ঘটনায় তিনিই একমাত্র জীবিত ছিলেন।
অভিশপ্ত এমআই 17 ভি5 হেলিকপ্টারে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের সাথে সেদিন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপটারটি অগ্নিদগ্ধ অবস্থায় মুখ থুবড়ে পড়েছিল নিচে। সেই হেলিকপ্টারে সাওয়ার 14 জনের মধ্যে 13 জনকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছিল। একমাত্র বরুণ সিং বেঁচে ছিলেন।
প্রাথমিকভাবে ওয়েলিংটন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হলেও গত 9 তারিখে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালুরুর কমান্ড হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
গতকাল সকালেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল বরুনের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তাঁর শরীরের প্রায় 45 শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ আজ জানিয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং আজ পরলোকে গমন করেছেন।
কুন্নুরের কাছে হেলিকপটার দুর্ঘটনায় 14 জন যাত্রীর মধ্যে 14 জনই নিহত হলেন। এই শোকবার্তা পৌঁছাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোক জ্ঞাপন করেছেন।