আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 29/12/2021 : কলকাতার পর এবার জেলার বিভিন্ন পুরসভাগুলিতে ভোট প্রক্রিয়া শুরু হতে চলেছে।
এদিকে পুরভোটের দিন ঘোষণা হতে না হতেই জোর কদমে শুরু হয়ে গেলো তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি। কামারহাটিতে পৌরসভার সামনে থেকে শুরু হলো 'we shall over come' লিখে ভোটের প্রস্তুতি।
কামারহাটির বিধায়ক মদন মিত্র সাদা দেওয়ালে we shall over come লিখে দিলেন আর সেই সাথে ভোটের দামামা যে বেজে গিয়েছে সেটাই জানান দিলেন।
আজ থেকে কামারহাটি জুড়ে শুরু হলো আগামী ২২ শে ফেব্রুয়ারী কামারহাটি পৌরসভার ভোটের প্রস্তুতি। বিভিন্ন বুথে বুথে দলের প্রার্থীদের এজেন্ট প্রস্তুত । এখন কেবল দলনেত্রীর প্রার্থীদের নামের তালিকা প্রকাশের অপেক্ষা মাত্র।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার, কামারহাটি