আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 31/12/2021 : আগামী বছরের প্রথম সপ্তাহটা উৎসর্গ করার পাশাপাশি রাজ্যের ছাত্র ছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আজ রাজ্যের পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "প্রত্যেক বছরের প্রথম সপ্তাহটি আমরা স্টুডেন্টস উইক হিসেবে পালন করব বলে ঠিক করেছি। সেই মত আগামীকাল থেকে এক সপ্তাহ রাজ্যে স্টুডেন্টস উইক পালিত হবে।"
মমতা তাঁর চিঠিতে লিখেছেন, "পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রীদের পাশেই রয়েছে। তাদের ভবিষ্যত উজ্জ্বল করতে 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড' ও 'তরুণের স্বপ্ন' এই দুই ধরনের প্রকল্প নিয়ে এসেছে। তোমরা মনে রেখ আমাদের সরকার তোমাদের পাশে থেকেছে, রয়েছে এবং আগামী দিনেও থাকবে। আমরা মনে করি তোমরাই দেশের ভবিষ্যত এবং আশা ভরসা।"
মমতা পড়ুয়াদের উদ্দেশ্যে বলেছেন, "তোমরা খুব ভাল করে লেখাপড়া কর। সফল হও। আর সেই সাথে তোমাদের বাবা, মা, অবিভাবক এবং দেশের গৌরব বৃদ্ধি কর।"
রিপোর্ট : কাউসর আলি