অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ

Share This

অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ


আজ খবর (বাংলা), বালাসোর, ওড়িশা, 18/12/2021 : প্রতিরক্ষা সম্পর্কিত আরও এক ধাপ উন্নয়নের পথে এগোল ভারত।  আজ ভারত পারমাণবিক সক্ষম মিশাইল অগ্নি প্রাইম উত্ক্ষেপণ করে সফল পরীক্ষা সেরে নিল।

অগ্নি প্রাইম মিসাইল উড়ে গিয়ে 1000 থেকে 2000 কিলোমিটার দুরে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আবার এই মিসাইল পরমাণু বোমাও বহন করতে এবং আঘাত হানতে সক্ষম। আজ ওড়িশার বালাসোরে অগ্নি প্রাইম মিসাইলের সফলভাবে পরীক্ষা করা হয়েছে। 

পরীক্ষার সময় এই মিশাইলের ওপর নতুন কিছু টার্গেট চাপানো হয়েছিল। সেই পরীক্ষাগুলিতেও অগ্নি প্রাইম দারুণভাবে সাফল্য পেয়েছে বলে জানা গিয়েছে। এর আগে গত 28শে জুন অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষা করা হয়েছিল। তবে আজকের চুড়ান্ত পরীক্ষায় সফল হওয়ার পর এই মিসাইল সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যাবে। 

ইতিমধ্যে অগ্নি 5 মিসাইলও সফলভাবে পরীক্ষা করে নিয়েছে ভারত। এই মিসাইলগুলি ভারত নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages