ত্রিপুরায় অটোনোমাস বডি পেতে চলেছে নিজস্ব পুলিশ বাহিনী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ত্রিপুরায় অটোনোমাস বডি পেতে চলেছে নিজস্ব পুলিশ বাহিনী

Share This

ত্রিপুরায় অটোনোমাস বডি পেতে চলেছে নিজস্ব পুলিশ বাহিনী


আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 18/12/2021 :  ত্রিপুরার আদিবাসী এলাকায় নামতে চলেছে অস্ত্রহীন নতুন পুলিশ বাহিনী। গতকাল এই ব্যাপারে কাউন্সিলে একটি বিল পাস করানো হয়েছে।

দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) গতকাল মোট তিনটি রিজলিউশন ও চারটি বিল পাস করিয়েছে কাউন্সিল থেকে। এই বিলগুলির মধ্যে অন্যতম ছিল নতুন পুলিশ বাহিনীর বিষয়টা।

নতুন এই পুলিশ বাহিনীর কাছে কোনো অস্ত্র থাকবে না। এই বাহিনী জেলা কাউন্সিল প্রশাসনকে সাহায্য কাড়বে এবং ত্রিপুরার সর্বত্র আইনশৃংখলা পালন কাড়বে বলে জানা গিয়েছে। উত্তরপূর্ব ভারতে এই প্রথম কোনো অটোনোমাস বডি নিজস্ব পুলিশ বাহিনী পেতে চলেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages