আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্নাটক, 02/12/2021 : এবার দেশের মধ্যেই পাওয়া গেল ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।
এখনও পর্যন্ত ব্যাঙ্গালুরুতে 2 জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এঁদের মধ্যে একজনের বয়স 66 বছর (পুরুষ), আর একজনের বয়স 46 বছর (পুরুষ)
যাঁর বয়স 66 বছর, তিনি কিছুদিন আগেই দক্ষিন আফ্রিকা থেকে দুবাই হয়ে ভারতে ফিরেছিলেন। এঁর সংস্পর্শে এখনও পর্যন্ত 24 জন ব্যক্তি এসেছেন, তাঁদের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
যাঁর বয়স 46 বছর, প্রত্যক্ষভাবে তাঁর সংস্পর্শে এসেছেন 13 জন কিন্তু পরোক্ষভাবে তাঁর সংস্পর্শে এসেছেন অন্তত 205 জন । এদের মধ্যে 3 জন প্রত্যক্ষ এবং 2 জন পরোক্ষভাবে সংস্পর্শে আসা ব্যক্তির দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁদেরকে আইসলেসনে পাঠানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' নভেম্বর মাসের 25 তারিখে প্রথমবার জানিয়ে ছিল যে দক্ষিন আফ্রিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস। এবার এই রোগে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গেল আমাদের দেশেও।